বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি | BARC Job Circular 2025
BARC Job Circular 2025 : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সম্প্রতি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।
পদসমূহ ও পদসংখ্যা:
১। প্রোগ্রামার: ০১টি
২। যানবাহন পরিদর্শক: ০১টি
৩। রক্ষণাবেক্ষণ পরিদর্শক: ০১টি
৪। প্রধান সহকারী: ০৩টি
৫। ওয়ার্ড প্রসেসিং সহকারী: ০১টি
৬। পিএ/সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ০১টি
৭। অডিটর: ০২টি
৮। টেলিফোন অপারেটর: ০১টি
৯। স্টোর ক্লার্ক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
১০। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি
১১। ইলেকট্রিশিয়ান: ০১টি
১২। প্লাম্বার: ০১টি
১৩। পাম্প অপারেটর: ০১টি
১৪। ডেসপাস রাইডার: ০১টি
১৫। অফিস সহায়ক: ১৮টি
বয়সসীমা:
০১ জুলাই, ২০২৫ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
প্রোগ্রামার পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
অন্যান্য সকল পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা http://barc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ০১ জুলাই, ২০২৫ সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন শেষ: ২০ জুলাই, ২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদন ফি: পদের গ্রেড অনুযায়ী ২২৩/-, ১৬৮/-, ১১২/- অথবা ৫৬/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ)। অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।